বিজ্ঞাপন দিন

জলঢাকা জাতীয় পার্টিতে ত্রিশ বছরের গ্রুপিং নিরসন করলেন এমপি রানা



মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টিতে দীর্ঘ ত্রিশ বছর ধরে চলে অাসা গ্রুপিং নিরসন করলেন নীলফামারী-৩ (জলঢাকা) অাসনের জাতীয় সংসদ সদস্য ও জলঢাকা উপজেলা জাতীয় পার্টির অাহবায়ক অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। রোববার বিকেলে জলঢাকা জাতীয় পার্টির কার্যালয়ে এক অালোচনা সভার মাধ্যমে দলীয় কোন্দলের নিরসন করেন তিনি।এসময় উভায় গ্রুপের নেতৃবৃন্দ এমপির হাতে হাত রেখে উপস্থিত সকল নেতাকর্মীদের সামনে বাড়ি প্রতিঙ্গা করে বলেন, অাজ থেকে  অামাদের মধ্যে অার কোন বিভেদ নেই।অামরা সকল বিভেদ ভুলে গিয়ে সকলেই এক হয়ে এমপির নেতৃত্বে এক সাথে দলের কাজ করবো।

সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম অালহাজ হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি কে সুসংগঠিত করে বর্তমান পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাত কে শক্তিশালী করার লক্ষে অামি অনেক দিন ধরে  পার্টির নেতাকর্মীদের একসাথে কাজ করার জন্য অাপ্রান চেষ্টা করে অাসছি।অাজ অাল্লাহর রহমতে সবাইকে এক করতে পেরে অামি সত্যি অানন্দিত এবং অাল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি বলে  জানালেন এমপি রানা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও  বর্তমান যুগ্ম অাহবায়ক দবিরুল হুদা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম অাহবায়ক সাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর জাতীয় পার্টির সভাপতি অাব্দুল গফুর মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম অাহবায়ক অাব্দুল্লাহেল বাকী, মনিরুজ্জামান লেবু, মিজানুর রহমান, শরিফুল ইসলাম প্রিন্চ এবং  সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


উল্লেখ,জাপা নেতা দবিরুল হুদা, সাইদার রহমান বুলু, অাব্দুল গফুর মিয়া, অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জুর মধে দীর্ঘদিন ধরে নেতৃত্বের বিরোধ ছিল।এরই অাজ অবসান ঘটলো।

Post a Comment

0 Comments