আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী
উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার পেট্রোল পাম্প এলাকা অস্থায়ী কার্যলয়ে বাদ আসর বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা সহ সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, যুবদল নেতা মুশফিকুর রহমান মিজু ও উপজেলা ছাত্রদল আহবায়ক মমতাজুল ইসলাম মিঠু প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময় কলেজ মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
0 Comments