রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কমিটি গঠন করা হয়েছে। এতে মারুফ হাসান চৌধুরী সম্রাটকে যুব প্রধান ও দিদার রহমান দিপু উপ-প্রধান-১ এবং বাইজিদ ইসলাম বুলবুলকে উপ-প্রধান-২ করা হয়েছে। এ ছাড়া গন সংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মামুন খান জয় ও উপ-বিভাগীয় প্রধান নাঈম ইসলাম শান্ত,সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম রাজ ও উপ-বিভাগীয় প্রধান রাজিয়া সুলতানা,প্রশিক্ষণ বিভাগীয় প্রধান নয়ন কুমার রায় ও উপ-বিভাগীয় প্রধান মার্জিয়া চৌধুরী রিয়া,রক্ত বিভাগীয় প্রধান জিলরুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রধান সুমন ইসলাম,বন্ধুত্ব বিভাগীয় প্রধান হায়দারুজ্জামান শুভ ও উপ-বিভাগীয় প্রধান আদনান হোসেন রকি,ক্রিয়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান আফজলুল হক মিলন ও উপ-বিভাগীয় প্রধানের হারুন অর রশীদ রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ মে) জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শাকিন হোসেন চৌধুরী,ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম ও সেক্রেটারি হাসিনা আহমেদ এ কমিটি অনুমোদন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জলঢাকা উপজেলা শাখার নবাগত কমিটির সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সুশীল সমাজের গুণীজন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
0 Comments