মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকায় বাইতুস সালাম শাহী জামে মসজিদ এর ভিত্তি প্রস্তর স্হাপন করেছেন স্হানীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।
অাজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মাঝেও দলীয় নেতাকর্মীদের সাথে মোটরসাইকেলে চড়ে গিয়ে সেখানে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিশোধ চেয়ারম্যান অাব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর জাপা সভাপতি অাব্দুল গফুর মিয়া, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন,
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম অাহবায়ক দবিরুল হুদা,মনিরুজ্জামান লেবু,শরিফুল ইসলাম প্রিন্চ,,মিজানুর রহমান, বাবলুর রহমান সহ অারো অনেকে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,ঝর,বৃষ্টি রোদ যাই হোক না কেন এলাকার উন্নয়নের কাজে উপস্থিত থাকতে পেরে অামি নিজেকে ধন্য মনে করি।অাপনারা দোয়া করবেন অামি যেন নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন করতে পারি।
0 Comments