বিজ্ঞাপন দিন

ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলন ১১ ট্রাক্টর মালিকসহ ১২জনের বিরুদ্ধে মামলা



রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর আটক করে মামলা দায়ের করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন ও ইন্সপেক্টর(তদন্ত) বিশ^দেব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে নদীর বালু অবৈধ ভাবে উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট নামক স্থানের দেওনাই নদীর বালু অবৈধ ভাবে উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর আটক করেন। ওইদিন রাতেই বোড়াগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং বাদী হয়ে থানায়  ট্রাক্টরের মালিকসহ ১২ জনের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২

এব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ১১টি ট্রাক্টর ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছেন।


Post a Comment

0 Comments