বিজ্ঞাপন দিন

ডোমারে শিক্ষার্থীদের জন্য সম্পূরক খাবার বিতরণ



রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার মাটিয়া দাশ আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের মাঝে সম্পূরক খাবার বিতরণ করা হয়েছে। এনইটিজেড (নেটস্) বাংলাদেশ অর্থায়নে গন উন্নয়ন কেন্দ্রের সহযোগীতায় ১৯৫ জন অভিভাবকের মাঝে জনপ্রতি ১লিটার সয়াবিন তেল,প্যাকেট আটা ৩কেজি ও ৩০টি করে ডিম বিতরণ করা হয়।

বুধবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত খাবার বিতরণ করেন। এসময় গন উন্নয়ন কেন্দ্রের ইসিও পরেশ রায়,শিক্ষক মাধবী রানী রায়,প্রতিমা রানী রায়,অন্নপ্রসাদ বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments