বিজ্ঞাপন দিন

ডোমারে কোভিড-১৯ টিকা’র মজুদ শেষ হওয়ায়, টিকাদান কার্যক্রম বন্ধ

রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার মজুদ শেষ হয়েছে। মজুদ শেষ হওয়ায় শুক্রবার (২১ মে) থেকে করোনার টিকাদান কার্যক্রম বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। প্রথম পর্যায়ের টিকা নেওয়ার পর এখনো দ্বিতীয় পর্যায়ে আট হাজার ৩৮০ জন টিকা নেওয়ার বাকি রয়েছে। দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে না পারায় দুঃচিন্তায় রয়েছে তারা। ইপিআই কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত ডোমার উপজেলায় ১৭ হাজার ৪৫০ জনকে প্রথম পর্যায়ের টিকা দেওয়া হয়েছে। নয় হাজার ৭০ জনকে দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া সম্ভব হয়েছে। করোনার টিকার মজুদ শেষ হওয়ায় এখনো দ্বিতীয় পর্যায়ের আট হাজার ৩৮০ জনকে টিকা দিতে বাকি রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী টিকা দেওয়া কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কতৃপক্ষকে টিকার মজুদ শেষের বিষয়টি জানানো হয়েছে। টিকা পেলে আবোরো কার্যক্রম শুরু হবে।

Post a Comment

0 Comments