রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে “মানসম্পন্ন বীজ আলু উৎপাদন,সংরক্ষন,মান নিয়ন্ত্রণ ও বিতরণ” শীর্ষক কর্মকর্তা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। “মাবীউকৃবি” প্রকল্পের আওতায়(১১-১২জুন) দুদিন ব্যাপি কর্মকর্তা প্রশিক্ষনের আয়োজন করেন উপ-পরিচালক(খামার), ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার। শুক্রবার (১১জুন) সকালে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের নিজস্ব হলরুমে বিএডিসি ঢাকা এর চেয়ারম্যান(গ্রেড-১)ড.অমিতাভ সরকার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল’র মাধ্যমে দুদিন ব্যাপি কর্মকর্তা প্রশিক্ষণের উদ্বোধন করেন। মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষন এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে মহাব্যবস্থাপক (বীজ) বিএডিসি ঢাকা, মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সদস্য পরিচালক(বীজ ও উদ্যান) বিএডিসি ঢাকা মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞাসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিএডিসি’র ৩০জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
0 Comments