মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কেন্দ্রীয় মন্দিরের তিনতলা ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সন্মানিত ট্রাষ্টি ও জেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ববিতা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, জাতিয়পাটির সাবেক সভাপতি দবির হুদা, ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় ও প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়। পরে ববিতা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল। এতে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি বাবু নির্মলেন্দু রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মৃত্তঞ্জয় রায়। মন্দির কমিটি সুত্রে জানা গেছে মন্দিরটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এসময় এমপি তার বরাদ্দ থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন। আরো বরাদ্দ দেওয়ার আস্বাস প্রদান করেন। এছাড়াও সরকারি, বেসরকারি ও স্থানীয় ভক্তদের অনুদানে মন্দিরটি নির্মিত হচ্ছে। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
0 Comments