রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ লাগাতার সচেতনতামূলক প্রচারনা করছেন। শনিবার সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান হাত মাইকে প্রচারনা চালায়। এসময় সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর অজয় রায় সহযোগীতা করেন।
স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান জানান, সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রচারনা শুরু হয়। এরপর সাধারন চলাচলের রাস্তা ঘাটে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার,প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের না হওয়া, জ¦র সর্দি হলে পরিক্ষার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
0 Comments