বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিক্রির জন্য প্রস্তুত কোরবানির গরু "কয়লার হিরা"



Primary

news martuza

martuza islam

জলঢাকায় বিক্রির জন্য প্রস্তুত কোরবানির গরু "কয়লার হিরা" মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এবারের ঈদ-উল আযহায় বিক্রির জন্...

martuza islam

to newsobolokon, me, safiqulislam.jaldhaka, +3

2 hours agoDetails

সংশোধিত রিপোর্ট

  


জলঢাকায় বিক্রির জন্য প্রস্তুত কোরবানির গরু  "কয়লার হিরা" 


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এবারের ঈদ-উল আযহায়  বিক্রির জন্য প্রস্তুত "কয়লার হিরা"। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের কয়লা এলাকায় অবস্থিত ওয়ান ডেইরি ফার্মে  পালিত ফিজিয়ান জাতের গরুটির নাম "কয়লার হিরা"। এই অঞ্চলে পালিত সর্ববৃহৎ গরুটির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। খামারি প্রধান শিক্ষক সাজেদা আক্তার জাহান মুক্তা জানায়, ৭২ ইঞ্চি  লম্বা, উচ্চতা ৬ ফুট এবং বুকের বেড় ৯৬ ইঞ্চি আর ওজন ১ হাজার  কেজি বা ২৫ মন ! (৭২×৯৬×৯৬÷৬৬০=১০০৫ কেজি, ২৫ মন) নাম তার কয়লার হিরা ! বেশ জামাই আদরেই রাখা হয়েছে সারে ৩ বছর বয়সী কোরবানির গরুটিকে। ২০১৭ সালের নভেম্বরে ২ মাসি বাচ্চা কিনে পালন শুরু করেন খামারি প্রধান শিক্ষক মুক্তা। শুরু থেকে গরুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়। প্রয়োজন মত খাবার ও পরিচর্যা করায় গরুটির আকৃতি বাড়তে থাকে। ডিজিটাল মেশিনে মেপে তার ওজন পাওয়া যায় প্রায় ১হাজার ৫ কেজি (২৫মন)। এছাড়াও গরুটির স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারিকুল ইসলাম  জানান,  শংকর জাতের ফিজিয়ান গরুটি লালন পালনে উপজেলা প্রানী সম্পদ অফিস থেকে সবসময় পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। গরুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। 

Post a Comment

0 Comments