বিজ্ঞাপন দিন

ডোমারে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারনা



রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক প্রচারনা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান হাত মাইকে প্রচারনা চালায়। এসময় সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর অজয় রায়, ল্যাপ্রা বাংলাদেশের কমিউনিটি চ্যাম্পিয়ন মোরশালিন ইসলাম উপস্থিত ছিলেন। 

স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান জানান, সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রচারনা শুরু হয়। এরপর বোড়াগাড়ী হাট, পাঙ্গা চৌপথি, মুসার মোড়, উপজেলা পরিষদ মোড়, বাসস্টান্ড, বাজার, রেলঘুন্টি মোড়, মাহিগঞ্জ হাট, মির্জাগঞ্জ হাট, চিলাহাটি, আমবাড়ী হাটে প্রচারনা চালানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, গত দুইদিনে কেউ করোনা শনাক্ত হয় নাই। তবে বুধবার রাতে আটজন করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় মোট ১৩৩ জন করোনা আক্রান্ত হয়। এরমধ্যে তিনজনের মৃত্যু ও ১১৯ জন সুস্থ হয়েছে। রংপুর মেডিকেল কলেজ আইসোলেশন সেন্টারে দুই জন , নীলফামারী সদর হাসপাতাল আইসোলেশন সেন্টারে দুইজন ও হোমে ৬ জন চিকিৎসাধীন রয়েছে।


Post a Comment

0 Comments