রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় ভিটামির এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব হলরুমে সভাটির আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ডা. আবুল আলা প্রমূখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চলনা করেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন।
ডা. রায়হান বারী জানান, আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ছয় মাস হতে ১১ মাস বয়সী পাঁচ হাজার দুইশত শিশুকে নীল রঙের এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ৪০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
0 Comments