কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে মার্কেট নির্মানের প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ নীলফামারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. হুসাইন মোহাম্মদ সায়েম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রতিরাম রায়। বক্তারা বিদ্যালয় কর্তপক্ষের বিরোদ্ধে অভিযোগ তুলে বলেন,ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ বনায়ন উজার করে বাণিজ্যিক মার্কেট নির্মাণ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। এই ভুল সিদ্ধান্ত থেকে স্কুল কর্তপক্ষকে সরে আসার আহবান জানায় তারা।
0 Comments