বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুই ডাক্তারসহ একই পরিবারের ৭ জন করোনাআক্রান্ত

 


ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৭ জন। আক্রান্তরা হলেন,গাইনি বিভাগের কনসালন্টেন ডাঃ ইশরাত জাহান ও মেডিকেল অফিসার ডাঃ নাহিদা হক স্মৃতি। এছাড়াও উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাাঁঠালী মাস্টারপাড়া এলাকার একই পরিবারের রেজওয়ান,(২৬) নুরুজ্জামান,(৬৫) নুরজাহান,(৩৯) লাবিব (১৮ মাস) নাহিয়ান,(১৬) নাজমিন (৩০) ও সেলিনা বেগম (২৬)। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,প্রথমে করোনাআক্রান্ত পরিবারটির একজন সদস্য করোনার উপসর্গ নিয়ে মেডিকেলে নমুনা দেন,পরে তাদের পরিবারের সকল সদস্যদের নমুনা দেওয়ার অনুরোধ জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ। সকলের নমুনা সংগ্রহের প্রেক্ষিতে গত ২৩ ও ২৪ জুন তাদের ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জলঢাকা উপজেলায় শুরু থেকে ২১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েেেছন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২ জন,মৃত্যু হয়েছে ৬ জন,রেফার্ড করা হয়েছে ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৮৩ জন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর বলেন,‘‘আজকে (২৭ জুন) আমাদের দুই ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। একই পরিবারের করোনাআক্রান্ত রোগিরা তাদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন,এবং তাদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি।’’ 


Post a Comment

0 Comments