আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আদালতের কার্যক্রম পূর্বের ন্যায় পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবিতে নীলফামারী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা জজ কোট সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। এছাড়া আইনজীবিদের ব্যক্তিগত সহকারীরাও এ কর্মসূচীতে অংশগ্রহন করে। এসময় এ্যাড. আল মাসুদ চেীধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, সাবেক পিপি. এস এম ওবায়দুর রহমান, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আবু মোঃ সোয়েম, এ্যাড. রাজিব মাহমুদ, এ্যাড, গোলাম মোস্তফা সজীব, এ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী, এ্যাড. আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময় সরকার সবকিছু খুলে দিয়েছে, শুধু বন্ধ করে রেখেছে আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। আদালত বন্ধ রেখে করোনা মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা এতে ভোগান্তিত্বে পড়ছে বিচার প্রার্থীরা। তারা আরও বলেন, দীর্ঘ সময় আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে আইনজীবীদের পেশাও হুমকির মুখে পড়েছে। আইজীবিদের সেবামূলক কাজের কোন বেতন-ভাতা নেই, আদালত বন্ধ থাকায় সকল আইনজীবিগন চরম ভোগান্তিত্বে পড়েছে। তাঁরা বলছেন, সরকার কোন প্রণোদনাও দেয়নি, আমরা কেমন আছি কোন খবর নেননি।
তাঁরা বলেন, সরকার বড় ধরনের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তাদের দাবি, একটি মহল আদালত বন্ধ করে দিয়ে দেশে ‘মার্শাল ল’ জারি করার পাঁয়তারা করছে। দ্রুত আদালত খুলে না দিলে দেশের সকল আইনজীবী ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তাদের পেশাকে বাঁচিয়ে রাখতে রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
0 Comments