রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার বিকাল পাঁচটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডোমার পৌরসভা ও পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়ন খেলায় অংশগ্রহন করে। পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নকে ২-০গোলে পরাজিত করে জেলায় খেলা নিশ্চিত করেন ডোমার পৌরসভা দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে অতিথি বৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের হাতে আনার্স আপ ট্রফি তুলে দেন।
এসময় পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,ওসি মোস্তাফিজার রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন,ওসি (তদন্ত) বিশ^দেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সমশের আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম,একাডেমিক সুপার ভাইজার শফিউল আলম,প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলায় ধারা ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম ও হারুন অর রশীদ।
0 Comments