বিজ্ঞাপন দিন

ডোমারে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য খরিপ-২ মৌসুমে আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়াম্যান বেগম রৌশন কানিজ, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান জানান, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩শত কৃষকের মধ্যে আমন উফশী জাতের জনপ্রতি ৫ কেজি বীজ,  ডিএপি সার ১০কেজি, এমওপি ১০কেজি দেওয়া হয়েছে। সেইসাথে ৭শত জনের মধ্যে হাইব্রীড জাতের ধান বীজ ২কেজি, ডিওপি ২০ কেজি ও এমওপি ১০কেজি করে দেয়া হয়েছে।


Post a Comment

0 Comments