রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে নীলফামারীর ডোমারে প্রশাসন,পুলিশ ও সেনা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। সেনা বাহিনী, থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা নজরদারী করে।
দিনদিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাধারন লোকজনের স্বাস্থ্য সচেতন না থাকা ও খামখেয়ালিপনায় করোনা পরিস্থিতি দিনদিন ভয়ানক রুপ ধারন করছে। সরকার বৃহষ্পতিবার(১ জুলাই) হতে কঠোর লোকডাউন ঘোষনা দিয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলার দোকান,শপিংমল হোটেল রেস্তোরা বন্ধ রয়েছে। শুধু নিত্যপ্রয়োজনীয় ঔষধ, চাল, ডাল ও কাঁচা বাজারের দোকানপাট খোলা রয়েছে। কিছু উৎসুক মানুষ বিধি নিষেধ উপেক্ষা করে রাস্তায় অযথা ঘোরাফেরা করতে দেখা গেলেও সেনা বাহিনী, পুলিশের উপস্থিতিতে তারা পালিয়ে যায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সরকারের দেওয়া কঠোর বিধি নিষেধ শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সেনা বাহিনী ও পুলিশ সর্বক্ষনিক মাঠে থাকবে।
0 Comments