বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরকারি নিয়ম অমান্য করে পশুর হাট চালু ॥ পাল্টাপাল্টি অভিযোগ



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় করোনার এই মহামারীতে কঠোর লকডাউনে সরকারি প্রজ্ঞাপন অমান্য করে অবৈধপন্থায় পশুর হাট চালু করেছে দুই হাট ইজারাদার। এ নিয়ে উপজেলা প্রশাসন ও হাট ইজারাদারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। চালু হওয়া হাট দু’টি হলো উপজেলার বিখ্যাত মীরগঞ্জ পশু হাট ও কৈমারী পশু হাট। শনিবার (১০জুন) সরজমিনে মীরগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, কোন প্রকার সামাজিক দূরত্ব বা বিধিনিষেধ না মেনে এবং মুখে মাস্কবিহিন অবস্থায় শত-শত মানুষ গরু ছাগল কেনা বেচাসহ অপ্রয়োজনীয় বিভিন্ন দোকানপাট খুলে ব্যবসা করছেন। এতে করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন ওই এলাকার বিভিন্ন সচেতন মহল। করোনা মহামারীতে সরকার বিভিন্ন হাট বাজারসহ জনসমাগম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করলেও তা মানতে নারাজ ওই হাট ইজারাদাররা। হাট চালুর রাখার জন্য বিভিন্ন কৌশলে ওই ইজারাদারগন ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের পূর্বের একটি চিঠি দেখিয়ে উপজেলা প্রশাসনকে ভূল বুঝিয়ে হাট চালু রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে বিকেল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া মীরগঞ্জ হাট কোন প্রকার জরিমানা ছ্ড়াাই ভেঙ্গে দেন। হাট চালু ও ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে মীরগঞ্জ হাট ইজারাদার মনছুর আলী বলেন,‘‘আমাদের কাছে চিঠি আছে, সেই চিঠি আমরা ইউএনও  এসিল্যান্ডকে দেখিয়ে হাট চালু রেখেছি,তবে কেউ হাট ভেঙ্গে দেয়নি।’’ এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন,‘‘হাট চালুর রাখার কোন নির্দেশনা বা চিঠি সরকারি ভাবে এখনও আমাদের কাছে আসেনি। তাই হাট ভেঙ্গে দিয়েছি।’’ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন,‘‘সরকারের কঠোর বিধিনিষেধ অনুযায়ি সকল হাট বাজার বন্ধ রয়েছে,পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ কোন হাট চালাতে পারবে না বা চালাতে দেব না।’’


Post a Comment

0 Comments