বিজ্ঞাপন দিন

ডোমারে ঈদ উপলক্ষে মানবিক সহায়তার চাল বিতরণ



রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৬হাজার ৩শত ২৬ জন দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার(১৭জুলাই) সকালে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ৬ হাজার ৩শত ২৬জন দু:স্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ তিনজন  ট্যাগ অফিসারের উপস্থিতিতে এসব চাল বিতরন করা হয়েছে।

উল্লেখ্য, ঈদ উল আযহা উপলক্ষে এবারে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৫৫হাজার ২শত ৪১ জন পরিবারের মাঝে মানবিক সহায়তা ভিজিএফ চাল বিতরন করা হবে।  


Post a Comment

0 Comments