ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃকরোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে নীলফামারীর জলঢাকা পৌরসভায় প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ-বিদ্যালয় মাঠে ১৭ টি শ্রমিক সংগঠনের ৩৫০জন শ্রমিক পরিবারের মাঝে পরিবারপ্রতি ৭ কেজি চাল,আধা কেজি ডাল, আধা কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও ১ টি সাবান বিতরণ করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান,সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,প্যানেল মেয়র রণজিৎ কুমার রায়সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগন। এর আগে পর্যায়ক্রমে জলঢাকা পৌরসভায় আরও ১৫০ জন অসহায় ও দুস্থ্যদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
0 Comments