রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গত ২৪ ঘন্টায় ১০জন করোনা’য় আক্রান্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের নমুনায় অ্যান্টিজেন পরিক্ষায় কর্মরত স্বাস্থ্য সরকারী গুলশান আরা বেগমসহ(৫০) ১০ জনের করোনা পজেটিভ হয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. রায়হান বারী নিশ্চিত করেন। আক্রান্তরা হলেন, খাটুরিয়ার আফজাল হোসেন(৫৫) ও কমলা বেগম(৪৪), জোড় পাখুরীর রফিকুল ইসলাম(৬২),ছিট মটুকপুরের রিপন চন্দ্র(২৭), বারবিশা বামুনিয়ার লাবু হোসেন(২৭) ও ফারুক হোসেন(৩৩), পঞ্চপুকুরের রেয়াজুল ইসলাম( (৩০), চিলাহাটি মাস্টার পাড়ার শাবানা(৩৫) ও বড় রাউতার শান্ত রায়(২১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান বিভাগ সূত্রে জানাযায়,উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩৬জন, সুস্থ্য হয়েছে ১৭৫জন, চিকিৎসাধীন রয়েছে ৫০জন ও মারা গেছে ১১জন।
0 Comments