রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোরা সংক্রমণরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ডোমার বাজারে এ কার্যক্রম করে স্বেচ্ছাসেবী সংগঠন ডোমার অক্সিজেন ব্যাংক।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মূফতি মাহমুদ বীন আলম, সাংবাদিক রওশন রশীদ, সংগঠনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, স্বেচ্ছাসেবক ইয়াছিন মোহাম্মদ সিথুন, তোছাদ্দেক হোসেন অপু, নওশাদ ইমরান, সজল দাশ, জীবন রেজা, মাসম বিল্লাহ, নাছির উদ্দিন মুন্না, নিলয়, পিয়াল প্রমূখ মাস্ক বিতরণে অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত, হটলাইন নম্বরে ফোন দিলেই করোনা ও শ্বাসকষ্ট রোগীর বাড়িতে ডোমার অক্সিজেন ব্যাংক অক্সিজেন পৌঁছে দিচ্ছে।
0 Comments