বিজ্ঞাপন দিন

ডোমারে মসজিদে টাইলস্ বসানো কাজের উদ্বোধন



রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর ডোমার উপজেলার উত্তর পশ্চিম হনিণচড়া বায়তুল নূর জামে মসজিদের টাইলস্ বসানো কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। হরিণচড়া ইউনিয়নের কৃতি সন্তান ও ধনাঢ্য ব্যবসায়ী রাসেল রানা ৫শত পিচ টাইলস্ দিয়ে সহযোগীতা করেন। তিনি ওই মসজিদ নির্মাণ কাজে ইতিপূর্বে পাঁচ হাজার টাকা ও ১০ বস্তা সিমেন্ট দিয়ে সহযোগীতা করেছেন। প্রধান অতিথি উদ্বোধন শেষে মসজিদ উন্নয়ন কাজের জন্য কমিটির হাতে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন।  এসময় মসজিদ কমিটির সভাপতি মো. সামছুল হক, ইমাম কামরুল ইসলাম আরেফিন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান আলী মাষ্টার, ইউপি সদস্য বাবলু ইসলামসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। 


Post a Comment

0 Comments