মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সম্প্রতি অগ্নিকান্ড ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ৭ টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব টিন ও টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসাইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ। এসময় ইউএনও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবার ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে এই সহযোগিতা প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের বরাদ্দ থেকে উপজেলা প্রশাসন এসব টিন ও অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরন করে।
0 Comments