বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভারতীয় ৬ টি গরু জব্দ ॥ মামলা দায়ের



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভারতীয় ৬ টি গরু জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নেতৃত্বে শিমুলবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ৬ টি গরুর রশিদ ও ট্যাক্সের কাগজ না থাকায় সেসব গরু জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম প্রমুখ। জানা যায়,নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমেশাপাড়া এলাকার মৃত্যু সফুউল্লাহ’র ছেলে গরু ব্যবসায়ী দাউদ হোসেন মীরগঞ্জ হাটে রশিদ ছাড়া ৬ টি ভারতীয় গরু ক্রয় করে এবং  ট্রাকযোগে নোয়াখালী নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন যাবত বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে গরুগুলি রাখে। 


Post a Comment

0 Comments