বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিজিএফ সুবিধা পাচ্ছে ৮১ হাজার পরিবার



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ঈদুল আজহা উপলক্ষে  দরিদ্রদের মধ্যে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ৮১ হাজার ৮১ পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে। শুষ্ঠভাবে বিতরণের জন্য আজ বুধবার (৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।  এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সোহরাব হোসেন তুহিন ও সম্পাদক হুকুম আলী খান প্রমুখ।       উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ১১ টি ইউনিয়নে ৭৮ হাজার ও ১টি পৌরসভায় ৩ হাজার ৮১ জন সুবিধাভোগী এর আওতায় আসবে। এরমধ্যে গোলমুন্ডা ইউনিয়ন  ৭১৭৬ জন, ডাউয়াবাড়ী ৩৭২০, বালাগ্রাম ৭৫৭৭, গোলনা ৬৯৫২, ধর্মপাল ৬৩৭৫, শিমুলবাড়ী ৬৪৪২, মিরগঞ্জ ৬৯১৩, কাঠালী ৬৬৮৩, খুটামারা ৮৮৮৬, শৌলমারী ৬৭১৭ ও কৈমারী ইউনিয়ন ১০৫৫৯ জন।         এজন্য ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয় ৮১১ মেট্রিক টন ৮১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে। উপজেলা প্রশাসন ১৮ জুলাইয়ের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে   সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করার আহবান জানান   ।

Post a Comment

0 Comments