বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্ত ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ উপলক্ষে  বুধবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্ততবায়ন কর্মকর্তা ময়নুল হক, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম ও ইউপি সচিব গোলজার রহমান সুজন। ইউএনও মাহবুব হাসান জানান, কোভিড ১৯ এর কারনে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্ত পরিবার এই খাদ্য সামগ্রীর আওতায় আসবে। এছাড়াও যারা ৩৩৩ নম্বরে ফোন করে  মানবিক সহায়তা চেয়েছে তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে যোগ্য ব্যাক্তিদেরও এর আওতায় নেওয়া হয়েছে। এজন্য উপজেলার ১১ টি ইউনিয়নে বিতরনের জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিযেছে ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়। ইউনিয়ন প্রতি ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। এতে প্রতি ইউনিয়ন ৫ শত টাকা মূল্যের চাল, ডাল, তেল, লবন ও আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী ৫ শত পরিবারের মাঝে বিতরন করবে।

Post a Comment

0 Comments