বিজ্ঞাপন দিন

জলঢাকায় ছাত্রলীগের মাসব্যাপী কর্মসুচি উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ শোকের মাস আগস্ট শুরু। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকান্ড ও নারকীয় গ্রেনেড হামলা। শোকের মাস  উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাসব্যাপী কর্মসুচি পালন করছে উপজেলা ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকালে উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বধ্যভুমিতে বৃক্ষরোপণ করে এই কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার, সাকিব হোসেন প্রান্ত, নাইমুল হুদা, দিদার রহমান দিপু, জিকরুল ও স্বপন প্রমুখ। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার বলেন, কেন্দ্রীয় কর্মসুচির আলোকে উপজেলা ছাত্রলীগ জাতীয় শোক দিবস সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করছে।#

Post a Comment

0 Comments