বিজ্ঞাপন দিন

ডোমারে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন



রতন কুমার রায় (নীলফামারী) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেয়ার লক্ষে নীলফামারী ডোমার উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  শনিবার(৭আগস্ট) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পে টিকা প্রয়োগের মাধ্যামে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রায়হান বারী, সহকারী কমিশনার ভূমি জায়িদ ইমরুল মোজাক্কিন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মেডিকেল অফিসার ডা: আবুল আলা, ডোমার  বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমসহ অতিথিরা উপজেলার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, প্রতি ক্যাম্পে ৬শ জন এই টিকা গ্রহন করতে পারবেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২টি ক্যাম্পে ৭হাজার ২শ জনকে করোনার টিকা প্রদান করা হবে।


Post a Comment

0 Comments