বিজ্ঞাপন দিন

চিলাহাটিতে তৃতীয় দফায় ১৭০২ মেট্রিকটন কালো পাথর নিয়ে পৌঁছলো ভারতীয় ট্রেন



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ভারত থেকে ট্রেনের ৩০টি ওয়াগনে ১৭০২ মেট্রিক টন কালো পাথর( ব্লাকস্টন) আমদানী করা হয়েছে। মঙ্গলবার(১০আগষ্ট) বিকাল ৪টার দিকে ভারতের হলদিবাড়ী হয়ে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে পৌঁছায় পাথরবোঝাই ওয়াগনগুলো। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।

চিলাহাটি ষ্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, মঙ্গলবার তৃতীয় দফায় ভারত থেকে ৩০ ওয়াগনে এক হাজার ৭০২ মেট্রিক টন কালো পাথর এসেছে । পাথর গুলো আমদানী করেছেন  রাজশাহীর  সিএন্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। শুভ এন্টারপ্রাইজের এসব পাথরের ওয়াগন বাংলাদেশী রেল ইঞ্জিনে নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হবে।  

প্রসঙ্গত: এর আগে ১আগষ্ট বিকেলে এই রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন ও ৫ আগষ্ট ১৮ ওয়াগনে  এক হাজার ১২২ মেট্রিক সাদা নুরী পাথর এসেছিল। দুই দফায় ওই পাথরগুলো আমদানী করেছিল দিনাজপুর হিলির খান এণ্ড সন্স। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়।

                                                





Post a Comment

0 Comments