বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনায় কর্মহীন মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থ সহায়তা



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে সোনালী ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে এই অর্থ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর ও জলঢাকা সোনালী ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহিল বাকী প্রমুখ। এসময় ম্যানেজার আব্দুল্লাহিল বাকি জানান, উপজেলার  করোনায় কর্মহীন ১০ জন ব্যাক্তিকে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১ হাজার ৬ শত করে টাকা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সুবিধাভোগী নির্বাচন করে।   

Post a Comment

0 Comments