বিজ্ঞাপন দিন

নীলফামারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের খাদ্য সামগ্রী বিতরণ



আব্দুল মালেক, নীলফামারীঃনীলফামারী গণপূর্ত বিভাগের উদ্দোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান উপহার হিসেবে গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।রোববার বিকেলে গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ে এসব ত্রান সামগ্রী বিতরণী অনুষ্টান ভার্চুয়ালীর মাধ্যমে উদ্বোধন করেন, প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সারাদেশে একযোগে সকল জেলার গণপূর্ত বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন মন্ত্রী।এরই ধারাবাহিকতায় নীলফামারীতে দুইশত অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল-১০ কেজি, এককেজি করে তেল, ডাল, আলু, লবন ও পিয়াজ। এছাড়াও রয়েছে সাবান একটা এবং মাস্ক ৫টা।প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তহিদুজ্জামান।এসময় উপ-বিভাগীয় প্রকৌশলী দেলোয়ার মাহফুজ সোহাগ ও উপ-বিভাগীয় প্রকৌশলী আবু তাহের মোঃ খায়রুল বাশারসহ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Post a Comment

0 Comments