বিজ্ঞাপন দিন

ডোমারে বিদ্যুষ্পৃৃষ্টে মাংস ব্যবসায়ীর মৃত্যু



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে বিদ্যুষ্পৃৃষ্টে আসাদুজ্জামান হান্ড্রেড(৩৫) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিজ বাড়ীতে উক্ত দূর্ঘটনাটি ঘটে। আসাদুজ্জামান হান্ড্রেড ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার  মো. একরামুল হকের একমাত্র ছেলে। পেশায় তিনি একজন মাংস ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানাযায়, বুধবার দুপুরে শয়ন ঘরে বিদ্যুতের  সংযোগ রেখে মাল্টিপ্লাক মেরামত করছেন। সেই সময়ে অসাবধানতাবশত বিদ্যুষ্পৃৃষ্টে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রতিবেশীদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মধ্যে তার মৃত্যু ঘটে।

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

                                                   


Post a Comment

0 Comments