বিজ্ঞাপন দিন

ডোমার ও চিলাহাটিতে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ



আব্দুল মালেক, নীলফামারীঃ   নীলফামারী ডোমার উপজেেলা চিলাহাটিতে জেলা পরিষদের উদ্যোগে "মাননীয় প্রধানমন্ত্রীর উপহার" হিসেবে করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রায় এক হাজার পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান বিতরণ করা হয়। 

বুধবার বিকেলে চিলাহাটি ডাকবাংলো মাঠে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মোঃ জয়নুল আবেদীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ দেওয়ান বিপ্লব আহমেদ, প্যানেল চেয়ারম্যান-০২ আলী হোসেন, প্যানেল চেয়ারম্যান-০৩ মেহেরুন আক্তার পলিন, সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, অধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল, প্রভাষক আব্দুল হান্নান সরকার, মোশাররফ হোসেন, ফেরদৌস পারভেজ, সেলিম সরকার লেবু, শামীম চৌধুরী, মহিলা সদস্য শিউলি আক্তার ও রোকসানা পারভীন দীপ্তি উপস্থিত ছিলেন। এছাড়াও এই দিন বিকেলে ডোমার ডাকবাংলো মাঠে এক হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষার একই সামগ্রী বিতরণ করা হয়।  এভাবেই জেলাতে প্রায় ৮হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে। 

Post a Comment

0 Comments