বিজ্ঞাপন দিন

জলঢাকায় মন্দির নিয়ে দুই পক্ষের উত্তেজনা



রাশেদুজ্জামান-সুমন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারী জলঢাকায় মন্দিরের জায়গায় দোকান নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের  উত্তেজনার ঘটনা ঘটেছে। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত সার্বজনীন কেন্দ্র মন্দিরে ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে মন্দিরের সভাপতি প্রকাশ চন্দ্র মন্দিরের পিছনে দোকান করে ভাড়া দেওয়ার পরিকল্পনা করে এবং মিস্ত্রি দিয়ে দেওয়াল নির্মাণের চেষ্টা করে। মন্দিরের আরেক গ্রুপ শশীভূষণ রায়, অনন্ত বর্ম্মন, প্রদীপ চন্দ্র এতে বাঁধা দেয়, এতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরে জলঢাকা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দুপুরে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে এবং নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন সময় করে দুই পক্ষের ৫জন পুরোহিত দিয়ে এ ঘটনার মীমাংসা করা হবে। এ ঘটনায় যারা উস্কানি দিবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, উপজেলা হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্ম্মকার, পূজা উদযাপন কমিটির সভাপতি অবিনাশ রায় প্রমুখ।



Post a Comment

0 Comments