বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী পালন করেন পৌর আওয়ামীলীগ



জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা রিপোর্টার, জলঢাকা, নীলফামারী : সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট রোববার সকালে পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে  বঙ্গবন্ধু চত্বরে গিয়ে মিলিত হয়ে বঙ্গবন্ধ ম্যুরালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ সদস্য নীলফামারী-৩ অধ্যাপক গোলাম মোস্তফাসহ পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান (বি.এ), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এ.কে আজাদ, আওয়ামীলীগ নেতা জসিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ডা. আলমগীর হোসেন,  খুটামারা ইউনিয়ন আওয়ামীলীগের, সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান সরকার, পৌর আওয়ামীগের ওয়ার্ড সহ-সভাপতি প্রভাষক অবিনাশ রায়, পৌর আওয়ামীলীগের সিনিয়র ওয়ার্ড সহ-সভাপতি মজিবর রহমান, মোকসুদার রহমান মোকসু, আ’লীগ নেতা কামরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দীন কাদের , পৌর সেচ্ছাসেবক লীগের সভপতি জাহাঙ্গীর আলম বাবুসহ পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উক্ত অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ


Post a Comment

0 Comments