বিজ্ঞাপন দিন

জলঢাকায় নদীতে ডুবে এক কিশোরীর মৃত্যু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায়  বুড়িতিস্তা নদীতে ডুবে মীম নামের এক দশ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  আজ সোমবার দুপুরে ডাউয়াবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। মীম শৌলমারী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার হালিমুর ইসলামের মেয়ে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ জানান, সকালে নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়েছিল সে। পরে তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এরপর জানাজানি হলে পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।  জলঢাকা থানার উপ পরিদর্শক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।         

Post a Comment

0 Comments