রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৬ জন চালক ও মুখে মাস্ক না পড়ায় ২জন পথচারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় এসআই আবু বক্কর, এএসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ আদালতকে সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম জানান,উপজেলার বোড়াগাড়ী হাট ও হাট সংলগ্ন ব্রীজ এলাকায় অতিরিক্ত সহযাত্রী নিয়ে মটর সাইকেল চালানোর জন্য ৬জন ও মুখে মাস্ক পরিধান না করায় ২জনসহ ৮ জনকে ৫ হাজার দুইশত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
0 Comments