মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী ১৯ দফা নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণের বিষয়ে মাদরাসা প্রধানদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার অনির্বান বিদ্যাতীথ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ছীট মিরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশীদ, কাজিরহাট পন্থাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, একাডেমিক সুপারভাইজার মাহফুজা বেগম ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। এসময় তিনি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সকল মাদরাসা স্বাস্থ্যসম্মত ভাবে পরিষ্কার পরিছন্ন করাসহ ও সরকারি নির্দেশনা মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনার আহবান জানান। পরে তিনি বিভিন্ন মাদরাসার পরিছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় অধ্যক্ষ, সুপার ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।##
0 Comments