বিজ্ঞাপন দিন

ডোমারে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয় শুরু



রতন কুমার রায়: নীলফামারীর ডোমার উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আত্ততায় ১০ টাকা কেজি দরে  সুবিধাভোগীদের মাঝে চাল দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার ৩৭জন ডিলারের মাধ্যমে একযোগে নিজ নিজ এলাকা থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।বর্তমান চালের দাম উর্ধগতির সময় খাদ্যবান্ধব কর্মসূচীর আত্ততায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করায় স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছেন সুবিধাভোগীরা। প্রতিজন কার্ডধারী ১০টাকা কেজি মুল্যে এক মাসে ৩০কেজি চাল ক্রয় করতে পারবে তারা। উপজেলার ১৮ হাজার ৫শত জন পরিবার এই সুবিধার আত্ততায় রয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা হৃষিকেশ দেব শর্মা জানান এটা সরকারের চলমান কার্যক্রম। নিবন্ধিত কার্ডধারীদের বছরে ৫ মাস এই চাল দেওয়া হয়।

                                               


Post a Comment

0 Comments