বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিববর্ষে গাছ রোপন - পরিবেশ সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রতিটি বিদ্যালয়ে মুজিববর্ষে গাছ রোপন - পরিবেশ সংরক্ষণ শীর্ষক ৬ষ্ঠ শ্রেনীর প্রকল্প ভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনমথ রায়, ওয়াহেদুজ্জামান রুবেল, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় বিএসসি, আব্দুল বাকি, আমিনুর রহমান বিএসসি, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, রোকনুজ্জামান চৌধুরী, মনোয়ারা বেগম প্রমুখ। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, এই প্রকল্পের 

 মাধ্যমে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গাছ রোপণ ও পরিচর্যায় দক্ষ করে তোলা হবে। এতে করে গাছের প্রতি ভালোবাসা তৈরি, যোগাযোগ স্থাপন, নিজে চিন্তা করা ও তা বাস্তবায়নের সুযোগ তৈরি, সমস্যা নিরূপণ ও সমাধান, সৃজনশীল দক্ষতা অর্জন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতায় পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকল্প। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। ###       

Post a Comment

0 Comments