বিজ্ঞাপন দিন

জলঢাকায় বেড়েই চলছে চুরি সংক্রান্ত ঘটনা !



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় দিনের পর দিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েই চলছে চুরি সংক্রান্ত ঘটনা। চুরির কবল থেকে রক্ষা পায়নি শিক্ষাপ্রতিষ্ঠানও। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা থানা পুলিশকে মৌখিকভাবে একাধিকবার অবগত করলেও পুলিশ এখন পর্যন্ত এসব দোকান চুরির ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। খোজ নিয়ে জানা যায়, গত ২২ আগস্ট রাতে জলঢাকা পৌর শহরে কেন্দ্রীয় জামে মসজিদের গেট সংলগ্ন জীবন স্টোর নামে একটি মুদির দোকানের পিছন দিকের উপর দিয়ে অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের ক্যাশে থাকা ২৫ হাজার টাকার গ্রামীণ সিম কোম্পানীর মিনিট কার্ড,১২/১৩ হাজার টাকার সিগারেট ও নগদ ৯/১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান দোকান মালিক জীবন চন্দ্র। একই রাতে অজ্ঞাত ব্যক্তি হিরু বেকারীতে একইভাবে প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা ২৮/৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করেন বলে জানান হিরু বেকারীর স্বত্তাধিকারী। এ ছাড়াও গত ১৭ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তি জলঢাকা উপজেলার গড় ধর্মপাল এস.সি.উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে কোন কিছু চুরি না করে আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র এলোমেলা করে রেখে যায়। এ ঘটনায় মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন গড় ধর্মপাল এস.সি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই রাতে কে বা কাহারা ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের মেইন গেটের তালা ভেঙ্গে টাকা থাকা দানবক্সটি নিয়ে যায়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর রাতে পৌরশহরের জিয়া ট্রেডার্সের দোকানের চালার উপর দিয়ে প্রবেশ করে ক্যাশে থাকা ৬/৭ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। ২০ সেপ্টেম্বর ভোরে একইভাবে পৌরশহরের ডিমলা রোডস্থ নোকা স্টোর,আনারুল ট্রেডার্স,কাদের স্টোরে চুরি করার উদ্দেশে প্রবেশের চেষ্টা চালানো হয়। ভোরে কয়েকজন দোকান কর্মচারি মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় দোকানের চালার টিন কাটার শব্দ শুনতে পেয়ে রাকিবুল হাসান রনি (২২) নামে এক ব্যক্তিকে টিন কাটার সময় হাতেনাতে আটক করেন দোকান কর্মচারিরা। পরে পুলিশ আটককৃত রাকিবুলকে থানায় নিয়ে আসেন। আটককৃত রাকিবুল পৌরশহরের মাথাভাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে। দিন দিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়ে যাওয়ায় আতংকে রয়েছেন জলঢাকার ব্যবসায়ীরা। এ বিষয়ে পৌর মেয়র ও বণিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বাবলু বলেন,‘‘ব্যবসা প্রতিষ্ঠানে চুরির বিষয়টি খুবই দুঃখজনক,এতে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়। বেশ কিছুদিন থেকে একটি চক্র ভোর বেলায় দোকান চুরি করছে,আজকে(২০ সেপ্টেম্বর)দোকান কর্মচারিরা একজনকে আটক করেছে,প্রশাসনের সহযোগিতায় আটককৃত ব্যক্তির মাধ্যমে মূল চক্রকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবো।’’ দিনের পর দিন চুরি বেড়ে যওয়ার বিষয়ে থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবীর বলেন,‘‘চুরির ঘটনায় মামলা নেওয়া হচ্ছে,আর এ সংক্রান্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।



Post a Comment

0 Comments