বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৫২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার



রাশেদুজ্জামান-সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি:নীললফামারী জলঢাকায় ৫২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে পশ্চিম গোলমুন্ডা ধুমপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে শাহীনুর ইসলাম ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি হাজীপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে সিরাজুল ইসলাম-সুমন। পুলিশের উপ-পরিদর্শক পলাশ অধিকারী জানায় গোপন সংবাদ পেয়ে ওসি স্যার ফিরোজ কবিরের নেতৃত্বে আরও কয়েকজন অফিসার মিলে গোলমুন্ডা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং এর ৩৬(১) টেবিল ১৪(গ) ৪১ ধারায় মামলা রুজি হয়, মামলা নং-১৭ তারিখ ২৩/০৯/২০২১খ্রি.। পরে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল, ১টি ডিসকভার বাজাজ ১১০ সিসি মটর সাইকেল, ১টি স্মার্ট ফোন, মশারি, ব্যাগ, জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে অলিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলবে এতে কাউকে ছাড় দেওয়া হবেনা। গোলমুন্ডা থেকে যে, মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 



Post a Comment

0 Comments