রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে নকল কীটনাশক ও সার উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উদ্ধারকৃত পন্য ধবংস ও নিতাই সাহা নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার বিশেষ সূত্রে জানতে পেরে সন্ধ্যা হতে রাত ১০টা পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী হাট সংলগ্ন মটুকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন । রাত ৮ টার সময় মটুকপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার পাশের্^ মৃত সুকুমার সাহার ছেলে নিতাই সাহার বাড়ীতে নকল কীটনাশক, সার ও বিভিন্ন সুনামধন্য কোম্পানীর খালি মোড়কসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেন তিনি। এসময় নকল কীটনাশক তৈরীতে কর্মরত অবস্থায় মটুকপুর এলাকার আব্দুল সাত্তারের ছেলে সামীম ইসলাম(৩০), বোড়াগাড়ী এলাকার ওসমান আলীর ছেলে মহিদুলকে(২৮) ও বাড়ীর মালিক নিতাই সাহাকে আটক করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিতাই সাহার নিকট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নিতাই সাহাসহ অপর দুইজনকে ছেড়ে দেওয়া হয়। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানার এসআই ঠাকুরদাস রায়,এএসআই মহাদেব রায়,ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
0 Comments