বিজ্ঞাপন দিন

নীলফামারীতে স্কুলে স্কুলে পরিস্কার পরিছন্নতার উৎসব

   


নীলফামারী প্রতিনিধিঃ নীলফামরীতে স্কুলে স্কুলে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার ধুম। দীর্ঘ আঠারো মাস বন্ধ থাকার পর আবারো ক্লাসে ফেরার আনন্দ বিরাজ করছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে।

জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায়, স্কুল খোলার পূর্ব প্রস্তুতি। বিদ্যালয় গুলোতে হাত ধোয়ার জন্য বেসিন তৈরির চিত্র ফুটে উঠেছে। স্কুলে যাওয়ার খবর পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা আবার স্কুলে যাবো। সহ-পাঠিদের সঙ্গে দেখা হবে। আবারো পড়ালেখায় গতি আসবে। এসব ভেবে সত্যি খুশি লাগছে।এদিকে নীলফামারী পৌর শহরের সরকারী বে-সরকারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ গুলোতে দেখা যায়, পরিস্কার পরিছন্নতার মহোৎসব।

নীলফামারী নতুন দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে চলছে পরিস্কার পরিছন্নতার ধুম। শিক্ষক কর্মচারীরা এসেছে স্কুলে, প্রধান শিক্ষক হুমায়ুন কবীর নিজেই পরিস্কার পরিছন্নতার কজে ব্যস্ত সময় পার করছে।প্রধান শিক্ষক হুমায়ুন কবীর বলেন, করোনা মহামারীতে বাচ্চাদের সেফটির জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষনা করেন। দীর্ঘ আঠারো মাস পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো চালু করার ঘোষনা দেন সরকার। যার ফলে, স্কুল খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আনন্দ লাগছে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দেখা হচ্ছে।  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলছে। এই খবর শুনে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে এক ধরণের আনন্দ বিরাজ করছে।


                                                                                      


   

 


Post a Comment

0 Comments