বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "আমরা কন্যাশিশু - প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগ্রাম অফিসার কবিতা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। সভায় বক্তারা ছেলেদের পাশাপাশি মেয়ে সন্তানদের সমানতালে সুযোগসুবিধা প্রদানের আহবান জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে।               

Post a Comment

0 Comments