রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলায় জাম্বুরা গাছ হতে তিন সন্তানের জনক বেলাল হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১২টায় সদর ইউনিয়নের বড় রাউতা পরিষদ পাড়া এলাকায় নিজ বাড়ির জাম্বুরা গাছ থেকে বেলালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন।
নিহত বেলাল ওই এলাকার মো. এমদাদুল হকের একমাত্র ছেলে। নিহতের বাবা এমদাদুল হক জানান, রাতের খাবার একসাথে খাওয়া করি। কিছুক্ষণ পরে দেখি বেলাল ঘরে নেই। পরিবারের সবাই খোজাখুজির এক পর্যায়ে বাড়ীর পাশের্^ জাম্বুরা গাছে বেলালের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, রবিবার রাতে বাড়িতে কেউ না থাকায় জাম্বুরা গাছে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল বেলাল। সে মানসিক ভারসাম্যহীন বলে জানান তারা। বেলাল হোসেনের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান বলেন, মৃতদেহটি রাতেই উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে।
0 Comments