বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন



মর্তুজা ইসলাম,  জলঢাকা প্রতিনিধিঃ "মাস্ক পড়ি সুরক্ষিত থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা পৌরসভায়  ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ হাজার মাস্ক ও ১শত হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় তিনি বলেন, করোনার মাঝেও দীর্ঘ দের বছর পর শিক্ষা প্রতিষ্ঠান চালু করা সরকারের একটি সাহসি পদক্ষেপ। সরকারের এরকম সকল পদক্ষেপের সাথে থেকে জলঢাকা পৌরসভা নিরলসভাবে কাজ করে চলেছে। এজন্যই  পৌরসভার উদ্দোগে  ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে । পরে পৌরসভার প্যানেল মেয়র রনজিৎ কুমার, কাউন্সিলর আবুল বাশার মিন্টু, হাবিবুর রহমান মন্টু, আনোয়ার হোসেন, ফজলুর রহমান ও রুহুল আমিন সহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা একযোগে পৌরসভার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেন স্কুলে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করেন। জলঢাকা পৌরসভার উদ্দোগে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।        

Post a Comment

0 Comments